Basak leaves home remedies for colds and coughs in cold weather. || ঠান্ডা আবহাওয়ায় সর্দি-কাশিতে বাসক পাতায় ঘরোয়া চিকিৎসা।

গরম ও বৃষ্টির পর সারা দেশে এখন বিরাজ করছে ঠান্ডা আমেজ। এই পরিবর্তিত আবহাওয়ায় অনেকেই জ্বর, কাশি বা ঠান্ডা-জনিত সমস্যায় ভুগছেন।

এমন সমস্যায় যদি আপনিও পড়ে থাকেন, তাহলে আজকের নিবন্ধটি আপনার জন্য।

জ্বর, কাশি বা ঠান্ডাজনিত নানা সমস্যায় আপনি চিকিৎসকের পরামর্শ ব্যাতিরেখেই নিতে পারেন একটি উদ্ভিদের সাহায্য। ভেষজ এই উদ্ভিদটির নাম বাসক।

ভারতীয় উপমহাদেশে সর্বত্র পাওয়া যায় এই উদ্ভিদটি। নানা ঔষধি গুণে গুণান্বিত এই উদ্ভিদের পাতার কথা বলে বা লিখে শেষ করা যাবে না।

হঠাৎ লেগে যাওয়া সর্দি-কাশি দূর করতে এই পাতার রস অনেক উপকারী।

এ ছাড়া শ্বাসকষ্ট, জ্বর কমানো, খিঁচুনি, জন্ডিস, দাঁতের সমস্যা, ঘামের গন্ধ দূর, রক্ত পরিষ্কার করতে আয়ুর্বেদ চিকিৎসায় এই পাতার রস ব্যবহার করা হয়ে থাকে।

বাসক পাতা ত্বকের যত্ন নিতেও দারুণ  উপকারী। চর্মরোগের চিকিৎসায়ও ম্যাজিকের মতো কাজ করে বাসক পাতার রস।

তবে নিয়মিত ২ থেকে ৩টি পাতার বেশি দিয়ে তৈরি রস একদমই খাবেন না। এতে বমির সমস্যা কিংবা পেটের গোলযোগ দেখা দিতে পারে।

স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় তথ্য, সাধারন স্বাস্থ্য-সমস্যা ও সমাধান, দৈনন্দিন স্বাস্থ্য-ঝুঁকি সম্পর্কে আপনার সাধারন জ্ঞানের পরিধি বাড়াতে চোখ রাখতে পারেন-ঃ

YouTube (HealthSense)

Official Page (Health Sense Bangla)

Facebook Profile

Twitter (healthsense0819)

Instagram (healthsensebangla)

BlogSpot (Healthsensebangla)

Find Us on Maps

আপনার স্বাস্থ্য সম্পর্কে জানুন এবং সুস্থ থাকুন।

No comments

Powered by Blogger.