Our Vision (আমাদের ভিশন)

In Bangladesh, most of peoples have no concern about their daily healthy life.  

In the context of Bangladesh, the lack of reliable sources of health-related information has limited opportunities for creating health awareness among the public.

For this reason, superstitions about health and ancient folk-medicine are still the only hope for daily health protection of the rural population.

As a result, ordinary people have been suffering for years from wrongful treatment and malpractice. Nowadays, inhumane trade in the name of medicine has become a very common sight.

Our aim is to make those marginalized people aware by providing correct information about health and common treatments and make them conscious about daily health protection. Maintain some rules and change some habits can make great different about healthy life living. 

But living a healthy life depends on clear concept of health-related proper information and use it consciously.

We will try our best to provide authentic health information and scientific treatment procedure and home remedy where applicable.

[বাংলাদেশে,  অধিকাংশ মানুষের-ই দৈনন্দিন স্বাস্থ্যকর জীবন নিয়ে কোনো উদ্বেগ নেই।  

বাংলাদেশের প্রেক্ষাপটে; স্বাস্থ্য-সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্য উৎসের অভাবে, জনসাধারণের মধ্যে স্বাস্থ্য-সচেতনতা সৃষ্টির সুযোগ খুবই সীমিত।

এই কারণে, “স্বাস্থ্য এবং প্রাচীন লোকজ-ঔষধ” সম্পর্কে ‘কুসংস্কার’ এখনও গ্রামীণ জনগোষ্ঠীর দৈনন্দিন স্বাস্থ্য সুরক্ষার একমাত্র ভরসা।

ফলস্বরূপ, বছরের পর বছর ধরে ভুল চিকিৎসা এবং অপ-চিকিৎসা’র শিকার হয়ে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ।বর্তমানে চিকিৎসা নামে অমানবিক বানিজ্য খুবই সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে।

আমাদের উদ্দেশ্য হল সেই প্রান্তিক জনগণকে “স্বাস্থ্য ও সাধারণ চিকিৎসা” সম্পর্কে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সচেতন করা এবং তাদের দৈনন্দিন স্বাস্থ্য-সুরক্ষা সম্পর্কে অবহিত করা।

‘কিছু নিয়ম মেনে চলা এবং কিছু অভ্যাস পরিবর্তন করা’ স্বাস্থ্যকর জীবনযাপনের ক্ষেত্রে দারুণ পরিবর্তন আনতে পারে। 

কিন্তু সুস্থ জীবন যাপন নির্ভর করে স্বাস্থ্য-সংক্রান্ত সঠিক তথ্যের সুস্পষ্ট ধারণা এবং সচেতনভাবে ব্যবহার করার ওপর।

আমরা প্রামাণিক স্বাস্থ্য-তথ্য, বৈজ্ঞানিক চিকিত্সা পদ্ধতি এবং প্রযোজ্য ক্ষেত্রে ঘরোয়া প্রতিকার দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি।]

No comments

Powered by Blogger.